কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে চাঞ্চল্যকর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আল আমিন হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় ১, ২ ও ৩ নং আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে চাঞ্চল্যকর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আল আমিন হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় ১, ২ ও ৩ নং আসামি গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখ ১৮৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পশ্চিম রানাখড়িয়া গ্রামে আসামি আসাদুলের বাড়ির সামনে মাংস বিক্রয়ের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়। উক্ত মারামারি চলাকালীন সময় আসামিগণ কর্তৃক দেশীয় অস্ত্রের আঘাতে আল আমিন(২৫), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-পশ্চিম রানাখড়িয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া মারাক্তক জখমপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয় যার মামলা নং-১১ তারিখ ১৩ জানুয়ারি ২০২৫ ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর থেকে মামলার এজাহার নামীয় আসামিরা গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। আসামিদের গ্রেফতার কল্পে জেলা পুলিশের পাশাপাশি অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম এর দিক নির্দেশনায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী ও খোকসা থানা এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে উক্ত মামলার অন্যতম এজাহার নামীয় ১ নং আসামি মোঃ আশাদুল ইসলাম (৫০) পিতা-মৃত ইয়ার আলী, ২নং আসামি মোঃ আকুল (২০) এবং ৩নং আসামি মোঃ আকাশ(২২) উভয় পিতা-আশাদুল ইসলাম, সর্ব সাং-পশ্চিম রানাখড়িয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।