দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরের খালাসে কেন্দুয়ায় বিএনপির আনন্দ মিছিল

চ্যানেল7বিডি ডেক্স: চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ ঘটনায় দায়ের করা দুটি মামলাতেই তিনি খালাস পেয়েছেন।

মামলায় খালাসের খবর প্রকাশের পর মঙ্গলবার রাতে নেত্রকোনার কেন্দুয়া পৌরসদরে আনন্দ মিছিল বের করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জু রহমান ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ আহম্মেদ, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজু, উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান রিপন, পৌর বিএনপি নেতা শাওন খন্দকারসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিলে বাবরের খালাসের বিষয়টি উদযাপন করতে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *