চ্যানেল7বিডি ডেক্স: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ও র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ ০৯৪০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা হইতে ঈশ্বরদী গামী লালন শাহ্ সেতুর টোল প্লাজার ৫০ গজ সামনে সেতু সংযোগ সড়কের পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ০১টি সিএনজি, ০২টি মোবাইল, ০৪টি সিম, ০১টি প্লাস্টিকের ক্যারেট, ০৫টি চামচ, ১৩টি প্লেট/বাটি এবং ০৩টি কামচা সহ, যাহার আনুমানিক মূল্য ৩,০০,০০০/- টাকা সহ ০২ জন আসামি ১। মোঃ মওলা ইসলাম (২৫), পিতা-মোঃ ভেগল প্রামানিক, সাং- ফিলিপনগর দারগার মোড় এবং ২। মোঃ আজমত আলী (৩৫), পিতা-মোঃ উজির মালিথা, সাং- সিরাজনগর উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়ের গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিদ্বয়ের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।