আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন: শিহাব উদ্দিন 

অনলাইন ডেক্স: আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। আপনার সন্তানরা সুপ্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। কন্যা সন্তানকেও কখনো ছোট করে দেখবেন না। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। আপনার সন্তান আপনার ভবিষ্যৎ। গত ৭ জানুয়ারি রাতে কুষ্টিয়া শহরের চৌড়হাস কলোনি পাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব উদ্দিন। 

এসময় এসবি সুপার ডিলাক্সের সত্বাধিকারী শিহাব উদ্দিন আরো বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। দূর্বলদের প্রতি জুলুম করা যাবেনা। মনে রাখবেন, জোর করে কেউ কখনো নেতা হতে পারে না। যে মানুষের মন জয় করতে পারে সেই নেতা হয়। মানুষের মন জয় করলে আল্লাহ সন্তুষ্ট হন। আমি নেতা নয় আর নেতা হতেও চাই না। আল্লাহ আমাকে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন সেজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমি চাই সব সময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে। 

চৌড়হাস কলোনি পাড়ার বাসিন্দা আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুন্নবী বাবু ও ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ২ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।