মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি!! নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল মিয়ার বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর, জমি দখল ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টায় সন্ত্রাসী মহর আলী, শুক্কুর, মান্নান, গোলাপীসহ একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক বাবুলের বাড়িতে হামলা চালায়।
তারা বাবুল মিয়াকে বাড়িতে না পেয়ে নারীদের মারধর করে এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে। এছাড়া, বাবুলের ইরি ধানের প্রায় ৩০ শতাংশ জমি নষ্ট করে এবং খোটা দিয়ে জমি দখল করে নেয়।
ঘটনার পর সাংবাদিক বাবুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আলোকবালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম সরকার সন্ত্রাসীদের এই হামলার নিন্দা জানিয়ে তাদের আইনের আওতায় আনার দাবি করেছেন। একইসঙ্গে সদর প্রেস ক্লাবের উপদেষ্টা এবিএম আজরাফ টিপু,জয়েন্ট সেক্রেটারি কামাল, প্রচার সম্পাদক মাইনুদ্দিন, দপ্তর সম্পাদক রেজাউল, কেন্দ্রীয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা নুরুজ্জামান, এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমন্বয়ক জাহাঙ্গীর আলমও এই ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সাংবাদিক বাবুল মিয়া জানান, হামলায় তার বাড়ি, মালপত্র ও ধানের জমির প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি এমদাদ হোসেন জানান, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের সত্যতা পেয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।