মজমপুরে অসহায় দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিহাব উদ্দিন


নিজস্ব প্রতিনিধি ॥
কুষ্টিয়া শহরের মজমপুর সাদ্দাম বাজার মোড় বরইতলা অসহায় ও হতদরিদ্রদের মাঝে নিজস্ব অর্থায়নে ৫ শতাধীক শীত বস্ত্র কম্বল বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও এসবি সুপার ডিলাক্সের স্বত্ত্বাধিকারী সিহাব উদ্দিন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়। সিহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। দূর্বলদের প্রতি জুলুম করা যাবেনা। এতিমদের প্রতি সহানুভুতি দেখাতে হবে। বর্তমান পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।

শীত বস্ত্র বিতরণের ব্যবস্থাপনায় ছিলেন সেলিম, মামুন, শিমুল। কম্বল বিতরণের শুরুতে দোয়া ও মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মঈনুদ্দিন রাফি। উপস্থিত ছিলেন আনিসুর রহমান কটা মাষ্টার, রওশন জামান বাবলু, আব্দুর রাজ্জাক, সেলিম রেজা চৌধুরী, জিয়া উদ্দিন মিন্টু, আব্দুল আলীম, শিমুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, অতীতের ন্যায় এবছরেও কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও শহরের বিভিন্ন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করেন সিহাব উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *