দীপিকা কারুপল্লীরশিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার বিকেলে খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে দীপিকা কারুপল্লীর শিক্ষার্থীদের উদ্যোগে নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য দীপিকা পল্লী প্রকল্প পরিচালক বিথী কনিকাকে সংবর্ধনা প্রদান করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আগামী মিডিয়া ভিশন কর্তৃক “হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২৪”, এবং বায়াস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক “বায়াস্কোপ স্টার অ্যাওয়ার্ড-২০২৪” পদক প্রাপ্ত হওয়ায় দীপিকা কারুপল্লীর প্রকল্প পরিচালক বিথী কনিকাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দীপিকা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান দাউদার রহমানের সভাপতিত্বে ও দীপিকা কারুপল্লীর নির্বাহী পরিচালক আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা কে এম জাহিদ, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে দীপিকা কারুপল্লী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। নারীদের শিক্ষা ও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে দীপিকা কারুপল্লী। এখানে ৫শতাধীক নারীকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে মানবসম্পদ রূপে। দীপিকা কারুপল্লীর নারীরা যে নকশিকাঁথা, ছেলে ও মেয়েদের পোশাক তৈরি করে সেগুলো একদিন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক রাব্বি আল আমিন, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি আবু মনি সাকলায়েন এলিন, শহর শাখার সাংগঠনিক সম্পাদক রজনী চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে দীপিকা কারুপল্লীর প্রকল্প পরিচালক বিথী কনিকাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা। এছাড়াও সমাজ উন্নয়নে অবদান রাখায় দীপিকা কারুপল্লীর চেয়ারম্যানের হাতে সম্মানা ক্রেস্ট প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *