বিমানের সিটের নিচ থেকে দুই কেজির বেশি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ১

অনলাইন ডেক্স: সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম। এ ঘটনায় এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান চালায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণ। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে এক প্রবাসী যাত্রীকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *