বড়দিনের সকালে ইউক্রেনে রাশিয়ার বিধ্বংসী হামলা

অনলাইন ডেক্স: বড়দিনের সকালে রাশিয়ার বিধ্বংসী হামলা ইউক্রেনের উৎসবের আনন্দ ম্লান করে দিয়েছে। বুধবার, ২৫ ডিসেম্বর, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

রোববার কিয়েভের ড্রোন হামলায় রাশিয়ার কাজান শহরে ক্ষয়ক্ষতি হয়। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দেন। বড়দিনের দিন সেই হুমকি কার্যকর হয়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বড়দিনে হামলা চালিয়েছে। খারকিভে ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন এবং বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিনিপ্রো এলাকায়ও ব্যাপক হামলা হয়েছে।

জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো জানান, রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক হামলা চালাচ্ছে, যার ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে বিমান ও ড্রোন সতর্কতা জারি করা হয়েছে। ইউক্রেনের বৃহত্তম জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, তাদের উৎপাদন ব্যবস্থায় হামলা হয়েছে, যা এই বছরের ১০ম বড় আঘাত।

বিশ্লেষকদের মতে, জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণের মাত্রা বাড়াচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার এই প্রচেষ্টা ব্যর্থ হবে এবং বড়দিনের আনন্দ নষ্ট করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *