অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পশ্চিম পাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পরিশোধ না করায় আজ মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রা-নবীনগর সড়কে শ্রমিকদের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের অবরোধের ফলে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, চন্দ্রা পশ্চিম পাড়ায় ভাড়া নেওয়া একটি ভবনে ‘টু এক্সেল লিমিটেড‘ নামে পোশাক কারখানা পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ী নজরুল ইসলাম ‘হার্ডি অ্যাসোসিয়েট’ থেকে কারখানা ভাড়া নিয়ে পোশাক তৈরি করছেন। কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন।
বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা কয়েক দিন ধরে কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন। কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার বেতন দেওয়ার আশ্বাস দিলেও দিন শেষে বেতন না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
একপর্যায়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন, এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরাতে চেষ্টা করলেও প্রথমে ব্যর্থ হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ওসি) আজাদ রহমান জানান, মালিকপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে রাত সাড়ে ৮টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।