লিবিয়ার উপকূলে নৌকাডুবি: ৮ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক: লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গত ১৮ ডিসেম্বর এ দুর্ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

রফিকুল আলম বলেন, “বিভিন্ন সূত্র জানাচ্ছে, ১২১ জন অভিবাসী নিয়ে একটি নৌকা লিবিয়ার উপকূলে ডুবে যায়। লিবিয়ার নৌবাহিনী ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় সূত্রের সঙ্গে যোগাযোগ করেন এবং লিবিয়ার রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি রয়েছেন। জীবিতদের জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে এবং মরদেহগুলো জাওয়াইয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে আরও বাংলাদেশি থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, “নিহতদের পরিচয় নিশ্চিত করতে ত্রিপলিতে আমাদের দূতাবাস কাজ করছে। দূতাবাসের কর্মকর্তারা অনুমতি নিয়ে জীবিতদের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *