অনলাইন ডেক্স: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা আবারো আলোচনায়। দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা, পেয়েছেন ব্যাপক প্রশংসা। তবে ক্যারিয়ারের শীর্ষ মুহূর্তে এসে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন এই নায়িকা।
বর্তমানে তিনি ব্যস্ত বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজে। পাশাপাশি নতুন সংসার জীবনও উপভোগ করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু সিনেমা।
নতুন বছর শুরু হতে এখনও সপ্তাহখানেক বাকি। তবে পূর্ণিমা আগেভাগেই বিদায় জানালেন পুরনো বছরকে এবং স্বাগত জানালেন নতুন বছরকে।
সোমবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে পূর্ণিমা লিখেছেন, ‘প্রিয় অতীত, সব শিক্ষার জন্য ধন্যবাদ, প্রিয় ভবিষ্যৎ, আমি প্রস্তুত’। পোস্টের সঙ্গে তিনি #গুডবাই২০২৪ এবং #গুডবাইডিসেম্বর হ্যাশট্যাগ ব্যবহার করেন।
পূর্ণিমার এই পোস্টে ভক্তদের শুভ কামনার বন্যা বয়ে গেছে। চার ঘণ্টার মধ্যেই মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। সবাই তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।