অনলাইন ডেক্স: সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান এবং পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সম্পন্ন হবে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সকাল ১০টায় দাফন কার্যক্রম শুরু হবে।
হাসান আরিফের মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে।