নবম বারের মতো টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হলেন ডক্টর আব্দুল কালাম আজাদ। টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নবম বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডঃ আবুল কালাম আজাদ।
রোববার, সকাল ১১ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম বিকাল ৪ টায় শেষ হয়।
টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদের এই নির্বাচনকে ঘিরে কলেজে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করেন রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ডঃ এ কে এম এমদাদুল হক।তার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডঃ বিমল মল্লিক এবং শাম্মী আক্তার মিলি।
নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম পদাধিকার বলেশিক্ষক পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং সহসভাপতি হয়েছেন প্রফেসর ফারজানা পারভীন।
সাধারণ সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রফেসর ডঃ আবুল কালাম আজাদ ৪৫ ভোট পেয়ে নবম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মহসিন পেয়েছেন ৩৬ ভোট। এবারে নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 87 জন।