অনলাইন ডেক্স: ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এ ঘটনায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। খবর টাইমস অব ইসরায়েল-এর।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি দেশের সীমান্তে প্রবেশের আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়। যদিও ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর এর ধ্বংসাবশেষ থেকে শার্পনেল পড়ার আশঙ্কায় সাইরেন বাজানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তেল আবিব, হোলোন, রিশোন লেজিয়ন, পেতাহ তিকভা, রামাত গান এবং হার্জলিয়া সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সতর্কবার্তা শোনা গেছে।
ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, সাইরেন শুনে আতঙ্কে দৌড়ানোর সময় আহত হওয়া পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব আহতের ঘটনা মূলত তেল আবিবে ঘটেছে।
এছাড়া, সোমবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনও সফলভাবে ভূপাতিত করার কথা জানিয়েছে ইসরায়েল।
টাইমস অব ইসরায়েল আরও জানায়, এর আগে ১৮ নভেম্বর তেল আবিবে সর্বশেষ বিমান হামলার সতর্ক সাইরেন শোনা গিয়েছিল। তখন লেবানন থেকে একটি দীর্ঘপাল্লার রকেট ছোড়া হয়েছিল।
গত নভেম্বর থেকে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোন নিক্ষেপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।