টঙ্গীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদলের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে টঙ্গীর হিমারদীঘি শৈলাগাতি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজীপুর মহানগরীর ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মুনসুর টুটুলের সভাপতিত্ত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহবায়ক সরাফত হোসেন। স্মরণসভা শেষে শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,বিএনপি নেতা সৌমিক সরকার,গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি আইয়ুব খান, জিয়া পরিষদের টঙ্গী পূর্ব থানা সভাপতি শেখ মোহাম্মদ রুবেল হোসেন,টঙ্গী পূর্ব থানা ওলামা দলের সভাপতি আবু তাহের,গাসিক ৪৬ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আসলাম মিয়া,মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপির নেতা লিটন গাজী প্রমূখ।

স্মরণ সভায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *