টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায় শোভাযাত্রা করছে গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল বারোটার দিকে চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মমনসিংহ মহাসড়কে এ শোভাযাত্রা করছে বিএনপির নেতাকর্মীরা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান উদ্দিন সরকার,গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগরের শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো. নুরুল ইসলাম ফরহাদ,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক বসওর আহমেদসহ বিএনপির নেতাকর্মীরা।
এসময় শোভাযাত্রায় যোগদিয়ে নেতাকর্মীরা বলেন, এবারের বিজয় দিবস উদযাপন বেশি আনন্দের। গত ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষ প্রাণ খুলে কোন দিবস উদযাপন করতে পারেনি। সারা দেশের মতো গাজীপুরের মানুষেরও পারেনি। আজ দেশে কোন স্বৈরাচারী সরকার রাষ্ট্র ক্ষমতায় না থাকায় রাজপথে হাজার হাজার লোকজনের ঢল নেমেছে। বর্তমান অন্তবর্তী কালিন সরকারের কাছে দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে।
শোভাযাত্রা শেষে টঙ্গীর আউচপাড়া এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।