মীর ফাহাদ (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫জন। আগুন দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৩টি মোটরসাইকেল। শনিবার (১৪ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশন কারখানায় জুটের ব্যবসাকে কেন্দ্র করে ওই হামলা ভাংচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন, জুয়েল ঢালী(৩২), মোবারক (৩০), জুনায়েদ (২৮), রফিকুল (৩০),মজিবুর রহমান(৫০),আনোয়ার (৩০),শাহিন আলম (৪৫),ফারুক (২৮) ও বাকীরা অজ্ঞাত।
স্থানীয়রা জানায়, কারখানার ওয়ার্ক অডার থাকা যুবলীগ নেতা সাইফুলের পক্ষে ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জিয়া ও মজিবর মন্ডল গ্রুপ এবং যুবদল নেতা শামীম গ্রুপের মধ্যে কারখানার সামনে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে সংঘর্ষ মহাসড়কে চলে গেলে বন্ধ হয়ে যায় যানচলাচল। আহত রফিকুল জানায়, দু’পক্ষের সংঘর্ষের সময় প্রত্যক্ষদর্শী হিসেবে দাঁড়িয়ে ছিলাম এসময় মজিবর,আলামিন ও অন্যরা এসে আমার উপর হামলা চালায়। জিয়াউর রহমান জানান, সাইফুলের নামে ওয়ার্ক অর্ডার থাকা মালামাল বের করার সময় শামিম ও তার লোকজন এসে বাঁধা দেয় এবং আমাদের উপর হামলা করে। এসময় আমাদের ১০/১৫জন আহত হয়েছে।
ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এসময় সন্ত্রাসীরা আশে পাশে থাকা দোকানপাটে হামলা চালায় ও ১৩ টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মহা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পরেন সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, এ ঘটনায় পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানা আনা হয়েছে এবং আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।