মোঃ আশরাফুল ইসলাম : গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ তিলারগাতি এলাকায় হযরত আলি নামে এক ব্যাক্তির বাড়িতে ভয়াবহ অগ্নিপাতের ঘটনা ঘটে। আজ ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ৯৯৯ ফোন করলে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করে আনুমানিক ধারণা অনুযায়ী প্রায় ২০ থেকে ২৫ লক্ষ্য টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ইউনিট ইচার্জ শাহীন আলম জানান, অগ্নিপাতের প্রাথমিক কোন সূত্র পায়নি তবে ধারণা করা হচ্ছে মশার কয়েল বা ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে অগ্নিপাতের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।