শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি….

মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া সরকারি কলেজে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ।

(১৪ ডিসেম্বর) শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কেন্দুয়া সরকারি কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে এ পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

উপস্থিত ছিলেন, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম (জেনিস), সদস্য সচিব জাকারুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও শিক্ষার্থীবৃন্দ ।

ইতিহাসে জানা যায় ১৯৭১ সালে বাঙালি জাতি ৯ মাস যুদ্ধ করে অভূতপূর্ব রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার দ্বার প্রান্তে ঠিক তখনই রাজাকার, আলবদর, আলসামস ও এ দেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকান্ডের মাধ্যমে এই নীল নকশার প্রয়োগ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।