‘ভারতে বেশি সময় থাকার’ বিষয়ে যা বললেন জয়া আহসান

অনলাইন ডেক্স: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কাজ দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি স্টাইল স্টেটমেন্টের কারণেও আলোচনায় থাকেন। সম্প্রতি মুম্বাইয়ে ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জামদানি শাড়ি পরার নতুন স্টাইল নিয়ে বিতর্কে পড়েছেন তিনি। ঐতিহ্যবাহী বাঙালি জামদানি শাড়িতে অভিনব টুইস্ট আনার কারণে প্রশংসার পাশাপাশি সমালোচনাও হয়েছে।

অনুষ্ঠানে জয়ার ভিন্নধর্মী জামদানি পরার ছবি ভাইরাল হলে, অনেকেই প্রশ্ন তোলেন তার স্টাইল নিয়ে। তবে এ নিয়ে অভিনেত্রী কোনো মন্তব্য করেননি।

ভারতে বেশি সময় থাকার প্রসঙ্গে জয়ার বক্তব্য
কয়েক বছর ধরে জয়াকে বাংলাদেশের তুলনায় ভারতের সিনেমায় বেশি দেখা যাচ্ছে। এ কারণে অনেকেই ধারণা করেন, তিনি নিজের দেশের চেয়ে ভারতে বেশি সময় দেন। তবে জয়া পরিষ্কারভাবে জানালেন, এটি ভুল ধারণা।

জয়া বলেন, “শুটিং থাকলে কলকাতা যাওয়া হয়। আউটডোর শুটিংয়ে অন্যরা যেমন বিদেশে যান, আমিও কলকাতায় যাই। কাজ শেষ হলে আবার ঢাকায় ফিরে আসি। কিন্তু অনেকে ভাবে, আমি সবসময় ভারতে থাকি। সেদিন সীতাকুণ্ডে শুটিংয়ে গিয়েছিলাম, তখনও কেউ কেউ ভেবেছে আমি ভারতে।”

সামনে মুক্তি পেতে যাচ্ছে জয়ার সিনেমাগুলো
জয়া আহসানের বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে দুই বাংলাতেই। পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার ‘ওসিডি’। অন্যদিকে বাংলাদেশে মুক্তি পাবে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’ এবং ‘ফেরেশতে’।

জয়া আহসানের মতে, কাজের প্রয়োজনে ভারতে যাওয়া হলেও তিনি দেশের বাইরে বেশি সময় কাটান না। অভিনয়, ফ্যাশন আর নিজের কাজ নিয়ে সবসময়ই ব্যস্ত থাকতে পছন্দ করেন এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *