অনলাইন ডেক্স: চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার আবদুল লতিফ সড়কের মাইট্টাল্যা গলিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাবেদ গ্রুপ ও মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে থানার মোবাইল ডিউটিতে থাকা এসআই মহিম উদ্দিন ও এএসআই রতন কান্তি ঘোষের নেতৃত্বে একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার পর সংঘর্ষে জড়িতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন মোহাম্মদ আলী, যার বাড়ি চট্টগ্রামের হালিশহর বসুন্ধরা এলাকায়। তিনি মুস্তাফিজুর রহমানের ছেলে। অপরজন মোহাম্মদ সজল, যিনি কুমিল্লার লাঙ্গলকোট থানার বকশোগঞ্জ এলাকার আবদুল জলিলের ছেলে।
পুলিশের বক্তব্য
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, জাবেদ গ্রুপ ও আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তাদের কর্মকাণ্ডে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। শুক্রবার রাতে সংঘর্ষে দুই গ্রুপের প্রায় ৫০-৬০ জন লোক প্রকাশ্যে অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
স্থানীয়দের উদ্বেগ
সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও, বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছে।