ম.ম. হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভায় শহর সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী নগর পরিচালনা-অবকাঠামো উন্নয়ন প্রকল্প আয়োজিত ও গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মাদ শাহে আলম, এ্যাড শারমিন আক্তার, সাংবাদিক নাসিউদ্দিন ফকির লিটন, সাংবাদিক ম.ম.হারুন অর রশিদ, সাংবাদিক জাফরুল হাসান, সাংবাদিক শেখ জিয়া উদ্দিন লিয়াকত, সাংবাদিক শাহাদাত হোসেন সহ কমিটির অন্যান্য সদস্য। দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী অখিল রঞ্জন বিশ্বাস, সন্দিপ মন্ডল। প্রশিক্ষণে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আরবান গভর্নেন্স অ্যাকশন প্লান, টিএলসিসির ধারণা, গুরুত্ব এবং গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করা হয়।