সুরক্ষার দিন শেষ: ব্যবসায়ীদের উদ্দেশে অর্থ উপদেষ্টা

অনলাইন ডেক্স: দেশীয় শিল্পের অগ্রগতিতে কর ও নীতি সুবিধা দেওয়া সত্ত্বেও তা এখনো শিশুসদৃশ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্প খাতে করছাড় দেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, “গত ৫০ বছর ধরে আমরা শিশু লালনপালন করছি; আর কতকাল লালন করব?”

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৪ উপলক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “অনেক শিল্প শারীরিকভাবে বড় হয়ে গেছে, কিন্তু মানসিকভাবে তারা এখনো নিজেদের শিশু মনে করে। তারা সুরক্ষা চাচ্ছে। কিন্তু সুরক্ষার দিন শেষ। ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে এখন স্বনির্ভর হতে হবে।”

তিনি উল্লেখ করেন, “২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তাই করছাড়ের সুবিধার ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে হবে।”

এনবিআরের কর্মকর্তাদের প্রতি তিনি বলেন, “ব্যবসায়ীদের অভিযোগ শোনার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। তাদের প্রতি মমত্ববোধ থাকলেও সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়।”

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, সাবেক পরিচালক আব্দুল হকসহ অন্যান্য কর্মকর্তারা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।