‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত

অনলাইন ডেক্স: ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের রায়ের কার্যকারিতা আপাতত স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতিও দিয়েছেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার নির্দেশ দিয়েছিল। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের এই রায় দিয়েছিলেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, “জয় বাংলা জাতীয় ঐক্যের প্রতীক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান। এটি ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সঙ্গে সংবিধানেও অন্তর্ভুক্ত।”

তবে রায়ে আদালত আরও উল্লেখ করেন, “সংবিধান সংশোধন ও আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। তাই ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার দাবি আদালতের এখতিয়ার বহির্ভূত।”

রায়ের অংশ হিসেবে আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছিল:

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা।
জাতীয় দিবসসহ উপযুক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার নির্দেশ।
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি শেষে ছাত্র-শিক্ষকদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ব্যবস্থা নেওয়া।
এসব নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছিল।

২০১৭ সালে একটি রিট আবেদনের পর হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে। রুলে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার কারণ জানতে চাওয়া হয়েছিল। ২০২০ সালে হাইকোর্ট এ রায় দেয়।

সম্প্রতি হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের আদেশের ফলে আপাতত হাইকোর্টের রায় বাস্তবায়ন স্থগিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *