অনলাইন ডেক্স: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।
গতকাল সোমবার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে সারজিস আলমকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য সারজিস আলমকে কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর সারজিস আলম ফেসবুকে একটি পোস্টে লেখেন, “আজ থেকে জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
এই পদে মনোনীত হওয়ায় সারজিস আলমের প্রতি সংগঠনের আস্থা এবং ভবিষ্যৎ কার্যক্রমে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।