‘সরকার পতনের পর ঋতুপর্ণার বাড়িতে ছিলেন ফেরদৌস’: গুঞ্জন ও বাস্তবতা

অনলাইন ডেক্স: গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের শীর্ষ নেতাদের মতোই গা ঢাকা দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফেরদৌসের লাপাত্তা হওয়ার পর শুরু হয় নানা গুঞ্জন।

একটি সূত্রে দাবি করা হয়, ফেরদৌস ভারতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে আশ্রয় নিয়েছেন। যদিও ঋতুপর্ণা এ বিষয়টিকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

শ্রীলেখার মন্তব্যে গুঞ্জনের পুনরুত্থান
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেন, “সরকার পড়ে যাওয়ার পর ঋতুপর্ণার বাড়িতে নাকি ছিলেন ফেরদৌস। যাই হোক, ওখানে তো একটা বিপ্লব হয়েছে। ওখানকার মানুষের চাহিদার কথাও মাথায় রাখতে হবে।”

সিনেমা থেকে বাদ পড়লেন ঋতুপর্ণা
ফেরদৌসের সঙ্গে সখ্যতার কারণে বিতর্ক এড়াতে বাংলাদেশি সিনেমা ‘তরী’ থেকে ঋতুপর্ণাকে বাদ দিয়েছেন পরিচালক রাশিদ পলাশ। তার পরিবর্তে শ্রীলেখা মিত্রকে কাস্ট করা হয়েছে।

এ প্রসঙ্গে শ্রীলেখা মিত্র বলেন, “আমি ঋতুপর্ণার বিষয়টি জানতাম না। সিনেমার ব্যাপারে তারা সেপ্টেম্বরের আগে আমার সঙ্গে যোগাযোগ করে। তখন কিছু কারণে কাজটি করা হয়নি। পরে গল্প শুনে ভালো লেগে যাওয়ায় আবার আলোচনার পর আমি যুক্ত হই।”

‘তরী’ সিনেমার গল্পে নতুন মোড়
সিনেমা সম্পর্কে শ্রীলেখা আরও বলেন, “এটি তিন নারীর গল্প নিয়ে নির্মিত। সিনেমায় বাংলাদেশের নায়িকারাও রয়েছেন। বিষয়টি খুবই ইন্টারেস্টিং।”

ফেরদৌস ও ঋতুপর্ণা প্রসঙ্গে চলমান বিতর্কে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এই গুঞ্জনের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।