অনলাইন ডেক্স: বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বিশ্বাসের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। তিনি বলেন, “আমাদের মতের যে যৌক্তিকতা রয়েছে, তা ভারত ধীরে ধীরে মেনে নিচ্ছে। আজকের এসওসি (স্টেট অফিস কনসালটেশন) বৈঠকের পর আমরা আশা করি এই ঘাটতি কমবে।”
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব জানান, “সমস্যা স্বীকার না করলে সমাধান আসে না। বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে প্রচারিত মিথ্যা তথ্য বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
অসম্পন্ন বিষয়গুলোর সমাধান চান বাংলাদেশ
মো. জসীম উদ্দিন বলেন, “ভারতের সঙ্গে অসম্পন্ন বিষয়গুলোর দ্রুত সমাধান চায় বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত সম্পাদনের জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে বন্যার আগাম সতর্কতা জানাতে এবং পণ্য আমদানি-রপ্তানি যাতে বাধাহীন থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানানো হয়েছে।”
দুই দেশের সম্পর্ক উন্নয়নে আশাবাদী ঢাকা-দিল্লি
পররাষ্ট্র সচিব বলেন, “ভারত জানিয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়। শেখ হাসিনার ভারত সফর দু’দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে তারা আশ্বস্ত করেছে।”
এফওসি বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েন কমানোর বিষয়ে আলোকপাত করা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠকটি সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়।