কুষ্টিয়া সদর উপজেলা মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির উদ্যোগে সাধারণ সভা…

নূরুন্নাহার সীমা : কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলা মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির উদ্যোগে সাধারণ সভা কুষ্টিয়া সদর উপজেলা মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চায়না গার্ডেন রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন অত্র সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আবু বকর সিদ্দিক, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব কাজী আব্দুর রব মিয়া দিলু, আরো বক্তব্য রাখেন কাজী মাওলানা আমির হামজা, কাজী মাওলানা শফিকুর রহমান, অধ্যাপক কাজী বদরুল আলম, প্রভাষক কাজী মাওলানা ফারুক সিদ্দিকী, কাজী মাওলানা আবু সালেহ বাচ্চু, কাজী মাওলানা আজিজুল ইসলাম, কাজী মাওলানা হাসিবুল ইসলাম , কাজী মাওলানা মোজাফফরুল ইসলাম, কাজী মাওলানা আব্দুল খালেক ,কাজী মামুন সহ  প্রমুখ । সবাই কুষ্টিয়া কোর্ট চত্বরে অবৈধ ও ভুয়া কাজী দ্বারা  নিজ অধিক্ষেত্র লঙ্ঘন করে বিবাহ ও তথাকথিত কোর্ট ম্যারেজ ও তালাক রেজিস্ট্রেশন বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার সকল নিকাহ রেজিস্ট্রার একমত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সর্বদা এক থাকার সম্মত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *