অনলাইন ডেক্স: আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার নিষ্পত্তি নিয়ে হাইকোর্টে শুনানি চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তির পর এবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের হাইকোর্ট বেঞ্চে এই মামলার শুনানি অব্যাহত রয়েছে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। অন্যদিকে আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির। গত ৬ নভেম্বর থেকে এ শুনানি শুরু হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ থেকে পেপারবুক উপস্থাপন চলছে। বিচারিক আদালতের রায় ইতোমধ্যে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং শুনানি আগামী রবিবার আবার শুরু হবে। আইনজীবী শিশির মনির বলেন, “রাষ্ট্রপক্ষ তাদের উপস্থাপন শেষ করলে আমরা আসামিপক্ষে শুনানি করব।”
মামলার পটভূমি
২০০৪ সালের এপ্রিলে চট্টগ্রামের সিইউএফএল ঘাটে আটক হওয়া দশ ট্রাক অস্ত্র নিয়ে দুটি মামলা হয়—চোরাচালান ও অস্ত্র আইনে।
২০১৪ সালের ৩০ জানুয়ারি, চোরাচালান মামলায় চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী (ফাঁসির দণ্ড কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন।
অস্ত্র মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সেই সঙ্গে সাত বছরের আরও একটি দণ্ড ও প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ জনের মধ্যে আছেন—
- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী
- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম
- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ
- এনএসআইয়ের সাবেক উপপরিচালক মেজর লিয়াকত হোসেন
- সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিনউদ্দিন তালুকদার
- সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক কে এম এনামুল হক
- সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন
হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স
বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামিরা আপিল করেছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলার নিষ্পত্তি বিচারব্যবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে।