ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া: বিএনপি নেতা দুলু

অনলাইন ডেক্স: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দাবি করেছেন, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় না রেখে দাদাগিরি করার চেষ্টা করতে গিয়ে কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলায় আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রতি সমালোচনা

দুলু বলেন, “ভারত তার বিদেশি মিশন ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে। প্রতিবেশী মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশসহ সকল রাষ্ট্রকে অবহেলা করার কারণে ভারত এখন নিজেই চাপে পড়েছে। ধীরে ধীরে দেশটি বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।”

তিনি আরও বলেন, “ভারত সরকার ভুলে গেছে যে একটি দেশের সম্পর্ক আরেকটি দেশের সঙ্গে হতে হয়, কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত উগ্র হিন্দুত্ববাদী চেতনায় হাসিনা সরকারের পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এদেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে, যা ভারতে বারবার সাম্প্রদায়িক দাঙ্গার বিপরীত চিত্র।”

জনগণের সতর্ক থাকার আহ্বান

দুলু বলেন, “পতিত হাসিনা সরকার ও তার দোসররা দেশের ভেতরে-বাইরে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্রের আভাস পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে।”

ভারতকে পরামর্শ

ভারত সরকারের উদ্দেশে দুলু বলেন, “হাসিনা সরকারের পতনে শোক ভুলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা উচিত। ব্যক্তির সঙ্গে নয়, বরং রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পথেই ভারতের জন্য কল্যাণ নিহিত।”

স্মরণসভায় অংশগ্রহণকারীরা

লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রয়াত চেয়ারম্যান নেয়ামত উল্লাহ নান্নুর স্মরণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুলুর স্ত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, এবং জেলা যুবদল ও ছাত্রদলের নেতারা।

অনুষ্ঠানে নেতারা প্রয়াত নেয়ামত উল্লাহ নান্নুর রাজনৈতিক অবদান ও স্মৃতিচারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *