আবার শুরু হচ্ছে ইসরায়েল-হামাস শান্তি আলোচনা

অনলাইন ডেক্স: ইসরায়েল এবং ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরু হতে যাচ্ছে। গত মাসে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার মিসরের উদ্যোগে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

আলোচনার অগ্রগতি:

হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাঈম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে লড়াই বন্ধ করা, গাজা থেকে পণবন্দিদের মুক্ত করা এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা নতুন করে শুরু হয়েছে। এক সূত্র এপি-কে জানিয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা ইতোমধ্যেই মিসরে উপস্থিত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাজায় অস্ত্রবিরতি চুক্তি অর্জনের জন্য ‘গুরুতর প্রচেষ্টা’ চলছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার মাল্টায় এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে জানিয়েছেন, পণবন্দিদের মুক্তি নিশ্চিত করতে এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

অস্ত্রবিরতির সম্ভাব্য শর্ত:

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, মিসর ও কাতারের মধ্যস্থতায় হামাস দ্রুত আলোচনায় আগ্রহী, এমনকি যদি তা আংশিক চুক্তি হয় এবং ইসরায়েল পূর্বেই যুদ্ধবিরতি ঘোষণা না করে।

প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রবিরতি চুক্তির আওতায় নারী, শিশু এবং আহত পণবন্দিদের মুক্তির পাশাপাশি ইসরায়েল তাদের কারাগারে আটক শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

পরবর্তী পদক্ষেপ:

প্রতিবেদনটি আরও জানায়, আগামী সপ্তাহের শুরুতেই একটি উচ্চপর্যায়ের ইসরায়েলি প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রোতে আলোচনা চালানোর জন্য রওনা দেবে।

এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘদিনের সংঘাতের সমাপ্তি ঘটবে কি না, সেটি এখনো অনিশ্চিত। তবে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের এই প্রচেষ্টা ইতিবাচক ফলাফল আনতে পারে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।