কে এমশাহীন রেজা, কুষ্টিয়া জেলাপ্রতিনিধি: আল্লাহর ঘর মসজিদের ৪ লক্ষ ৫০ হাজারটাকাচুরির দায়েআ’লীগ নেতাক্যাশিয়ার দুলালসরদা কে বহিস্কার করেছে স্থানীয় বাসিন্দারা। জানাযায়, কুষ্ট্য়িাসদরউপজেলারআলামপুরইউনিয়নে২০২১ সালেস্বস্তিপুর দক্ষিনপাড়ায়প্রতিষ্ঠিতহয়মসজিদটি। উক্ত মসজিদ কমিটিরক্যাশিয়ারছিলেন উক্ত এলাকার ইশাসরদারের ছেলে দুলালসরদার।ফ্যাসিবাদী সরকারের সময় তিনি ছিলেন উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগেরসাধারনসম্পাদক। সেইসুবাদে ঐ মসজিদের ক্যাশিয়ারেরদ্বায়িত্ব পানবহুলআলোচিত ব্যক্তি দুলালসরদার। দ্বায়িত্ব পাওয়ার পর থেকে আল্লাহর ঘর মসজিদের অর্থ আত্বসাতকরতে থাকে। তিনি ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে ভোটে দাড়িয়েজামানতহারিয়েছেন। গত ৫ই আগষ্টফ্যাসিবাদীসরকারেরপতনের পর সম্প্রতিএলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গরা তারকাছেআয়-ব্যয়েরখাতারহিসাবনিতেবসলেতিনি ৪ লক্ষ ৫০ হাজারটাকারহিসাবদিতে ব্যর্থ হলেতাৎক্ষনিকভাবেতাকেএলাকাবাসীজুতা পেটাকরেমসজিদ থেকে বেরকরে দেন। সেই সাথে নতুনকরেকমিটি তৈরীকরেনএলাকাবাসী।
উক্ত এলাকারবাসিন্দা মুন্সী সেলিম,ইয়ামিন, রাজুসহএকাধিক ব্যক্তি বলেন, ১৬ বছর স্বৈরাচারী সরকারের দোষরদের কারনে আমরা মুখ খুলতে পারি নাই কিন্ত এখন আর সেইদিন নেই, দিন বদল হয়েছে। আমরা চোর দুলালসরদারসহ তার কমিটি বাতিল করেন তুনকমিটি তৈরীকরেছি, সে শুধু উক্ত অর্থই গ্রাস করে ক্ষ্যন্ত হন নাই খাতা কলমের হিসাবের বাইরেও অলিখিত বিভিন্ন দান খয়রাতের হিসাবেও তার কাছে বর্তমান মসজিদ কমিটিঅনেক অর্থ পাবে।বিষয়টি নিয়ে এলাকায় গ্যানজামও হয়েছিল অবশেষে উক্ত চুরিকৃত অর্থের বিনিময়েমসজিদের পাশে থাকা জমি মসজিদের নামেলিখে দিবেনবলে অঙ্গীকার করেন দুলালসরদার।তারা আরো বলেন, স্বৈরাচারী সরকারের আমলে তিনি থানায় দালালী করতো নিয়মিত এবং তার আরো দুইভাই কামাল সরদার অনৈতিক কাজ করা অবস্থায় ধরা পড়ে ছিল, অপর ভাই জুলমত সরদার গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তারজন্য আমরাগ্রামবাসী লজ্জিত এই কারনেই যে, একটি বাজে নষ্ট পরিবারের সদস্যকে স্বৈরাচারী সরকারের কর্ণধারেরা আল্লাহর ঘর মসজিদের আর্থিক বিষয়ের দায়িত্ব দিয়েছিল। বর্তমানে তিনি এলাকাতেই অবস্থান করছেন আমরা তার বিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহনেরজন্য প্রশাসনেরসহযোগীতাকামনাকরছি।