কেন্দুয়ায় সাবেক এমপি অসীম কুমার উকিল সহ ২৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা…

মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সাংসদ অসীম কুমার উকিল সহ ২৩ জনের বিরুদ্ধে নেত্রকোণার কেন্দুয়া থানায় মামলা ও ৪ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে ।(৫ ডিসেম্বর) বৃহস্পতিবার নেত্রকোনার (কেন্দুয়া) জেলা বিজ্ঞ আদালতের আদেশে দ্রুত বিচার আইনে এ মামলা রজু হয় । মামলা নং ০৩ । ১ডিসেম্বর ২০২৪ইং উপজেলার গড়াডোবা ইউনিয়নের মৃত মঈন উদ্দিনের ছেলে মোঃ মন্তাজ উদ্দিন বাদী হয়ে বিজ্ঞ আদালতে এ মামলার অভিযোগ দায়ের করেন । এই মামলার ৪নং আসামি মাজহারুল ইসলাম পিতা- মৃত তাহের উদ্দিন গ্রাম -গাড়াদিয়া, ৭নং আসামি মোঃ জহিরুল হক পিতা-মৃত রহিছ উদ্দিন গ্রাম -খরমহরি, ১২নং আসামি তাহের মাহমুদ স্বপন ও ১৩নং আসামি মোজাহিদ উভয় পিতা-মৃত হাবিব আল আজাদ, গ্রাম -খরমহরি-এই ৪ জনকে গ্রেফতার করে ৫ ডিসেম্বর কোর্টে প্রেরণ করা হয় ।

মামলায় আরো জানা যায়, ২১ ফেব্রুয়ারী ২০১৪ সালে জাতীতাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণেই বসত ও গোয়াল ঘরে অস্ত্রে সজ্জিত হয়ে আইন শৃঙ্খলার বিঘ্ন ও অবনতি ঘটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে ভাংচুর, লুটপাট ও ক্ষতিসাধন সহায়তা করার অপরাধে এ মামলা দায়ের করেন । এছাড়া অজ্ঞাত ১০০-১৫০ জন আসামি রয়েছে উল্লেখ আছে মামলায় ।

এ বিষয়ে কেন্দুয়া থানার এস আই মামলার তদন্ত অফিসার মোঃ রুকন উজ্জামান বলেন, বিজ্ঞ আদালতের আদেশে থানায় মামলা রজু হয় এবং ৪ জনকে গ্রেফতার করে আজ ৫ ডিসেম্বর কোর্টে প্রেরন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।