জ্যেষ্ঠ প্রতিবেদক :- রাজধানী তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে পরিনতি হয়েছে অনিয়ম, ঘুষ দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। এসব অভিযোগ সরেজমিনে অনুসন্ধানে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে গিয়ে দেখাযায় জমি রেজিস্ট্রেশন, দলিল সম্পাদন, নকল উঠানো, রেকর্ড তলাশি, সংশোধন এমন কি জমির শ্রেণী পরিবর্তনের নামে ঘুষ গ্রহণ সহ এবং মোটা অংকের টাকার বিনিময়ে দলিল ও বলিয়ম থেকে পৃষ্ঠা গায়েব সহ বিভিন্ন দুর্নীতি এবং নানা ভাবে গ্রাহক হয়রানির অসংখ্য অভিযোগ রয়েছে উমেদার আবিরের বিরুদ্ধে। দলিল দাতা-গ্রহিতা ও দলিল লেখকদের জিম্মি করে প্রতিদিন অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
গত কয়েক মাস আগে সদর রেকর্ড রুমের উমেদার আবির কে চাকরি থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে অনুসন্ধান কালে সদর রেকর্ড রুমের সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন উমেদার আবিরের নামে বিভিন্ন অভিযোগ তার কাছে এসেছিল তিনি তা লিখিত আকারে ডিয়ার এর কাছে পাঠিয়েছিলেন।
কোন এক অদৃশ্য কারণে সাব – রেজিস্টার এর লিখিত অভিযোগ কোন তদন্ত না করে উমেদার আবিরকে পুনরায় চাকরিতে যোগদান করতে বলেন ডিয়ার, এই উমেদার আবিরের বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে সেগুলো কোন প্রকার তদন্ত করা হয়নি এবং কখনো সামনেও আসেনি এ যেন অন্ধকার ঘরে এক কালো বিড়াল। এরকমের অপরাধ বা অপরাধীদের বিরুদ্ধে যদি কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে অপরাধীরা দিন দিন তাদের অপরাধের মাত্রা বাড়িয়ে দিবে এতে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে।