কেন্দুয়া থানায় বিস্ফোরক মামলার দুইজন সন্ত্রাসী আসামি রিমান্ডে

মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া থানায় বিস্ফোরক মামলার ২ জন সন্ত্রাসী আসামি কামরুল হাসান ভূঁঞা ও তাজুল ইসলাম ভূঁঞাকে রিমান্ডে আনা হয়েছে ।

বৃহস্পতিবার (৫ডিসেম্বর) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া থানায় বিকালে ২জনকে ২দিনের রিমান্ডে আনা হয়েছে বলে নিশ্চিত করেন কেন্দুয়া থানা পুলিশ ।

এ বিষয়ে কেন্দুয়া থানার তদন্ত ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ওমর কাইয়ুম বলেন , একই মামলায় ২ জনকে  দিনের রিমান্ডে আনা হয়েছে । উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ীর মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ২০।

মামলা মারফত জানা যায়, কেন্দুয়া বাজার, কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ও থানা থেকে কিছু দূরে বিএনপির দলীয় কার্যালয়ে মিছিলসহ বিস্ফোরক দ্রব্য (ককটেল) বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ত্রাস সঞ্চার করতঃ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এ মামলা দায়ের করা হয় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।