অপ সাংবাদিকতার অন্তরালে পেশাদার সাংবাদিকদের মান ক্ষুন্ন…..

স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকা উত্তর্য় হলুদ সাংবাদিক ভুয়া সাংবাদিকের অত্যাচার দিনদিন বেড়েই চলছে। তুরাগ, খিলখেত, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, দক্ষিন খান, উত্তরখান ,সহ প্রত্যেকটি জায়গায় মানুষের নৈতিক দায়িত্ব না থাকার কারণে কথিত সাংবাদিকেরা দাপিয়ে বেড়াচ্ছে।

উত্তরার একজন পেশাদার সাংবাদিক বলেন, এদের জন্য সমাজে এবং জাতির কাছে পরিপূর্ণ ভাবে আমাদের ভাব মূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। কেউবা আবার আমাদের উত্তরা প্রেসক্লাবের নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মাসোহারা নিয়েও চলে। কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীরা এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রেস কার্ড ব্যবহারকারী অনেকেই আছে বিভিন্ন কর্মসংস্থান থেকে সাংবাদিকের নাম ভাঙিয়ে বিভিন্ন হুমকি ধমকিও দিয়ে  আসছে, যারা নিজের নামটাও ভালো করে লিখতে পারে না।

কেউ বা হকার ও ঘড়ি মেকানিস, টিভির মেকানিস, অটোচালক, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা থেকে সাংবাদিকতার মতো একটি মহোৎ পেশায় নাম লিখায়। এক শ্রেণীর সম্পাদক রয়েছেন, যারা কোন সাংবাদিকের মাধ্যমে ৫০০ অথবা ১০০০ টাকার বিনিময়ে অযোগ্য সেই মূর্খ মানবদের আইডি কার্ড প্রদান করে থাকেন। এতে দেখা যাচ্ছে সমাজের বহু জায়গায় পেশাদার সাংবাদিকদের পরিচয় দিতে আত্ম সন্মানে লাগে এবং কষ্টকর হয়ে পড়ে।

কিছু লোক আছে এখনো মন্ত্রীদের এলাকার নাম বিক্রি করে চলে, তাদের মধ্যে এমনও জানা গেছে এয়ারপোর্টে হকার ও ফুটপাতে চায়ের দোকানদার বর্তমানে এড়াও নাকি সাংবাদিক,,,,,,।

অপর একজন পেশাদার সাংবাদিকের সাথে আলাপ করলে তিনি বলেন, ভুয়া সাংবাদিকের অত্যাচারে আমরা পেশাদার সাংবাদিকেরা পরিচয় দিতেই ভয় পাই। এদের ঠেকানোর মতো কোনো লোক কি নেই উত্তরায় ? পেশাদার ও যোগ্যতা সম্পন্ন সাংবাদিকদের আত্মমর্যাদা রক্ষার্থে সমাজটাকে গোছানোর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। হলুদ সাংবাদিক ও মূর্খ সাংবাদিক যারা বলে এবং কথায় কথায় গলায় আইডি কার্ড ঝুলিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চলে এদেরকে যেকোনো পরিস্থিতিতে ঠেকাতে হবে। এরা কোথাও পরিচয় দেয় আমরা ক্যামেরাম্যন, সাংবাদিকদের সহযোগী, সাংবাদিকদের সোর্স, সহযোগী সোর্স এর কোন আইডি কার্ড লাগে না।

সুশীল সমাজের লোকদের সাথে আলাপ করলে তারা বলেন, ভাই পেশাদার সাংবাদিক আমাদের সমাজে ভালোভাবে চলুক আর ভুয়া সাংবাদিক আইডি কার্ড ব্যবহারকারী সাংবাদিক নিপাত যাক। মূর্খ লোক সাংবাদিকতা পেশায় থাকলে পেশাদার সাংবাদিকের জন্য লজ্জাজনক ও দুঃখজনক।

লেখক: সাংবাদিক ফারুক আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com