সিরাজগঞ্জে হেরোইন সহ বিএন পি নেতা গ্রেপ্তার,,

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে হেরোইনসহ বাবু শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর)। রাতে শহরের মাদকপল্লী হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার বাবু শেখ একই মহল্লার মৃত দানেজ শেখের ছেলে এবং সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি একটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমিন বলেন, গতকাল মঙ্গলবার রাতে যৌথবাহিনীর অভিযানে নিজবাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে ৩২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

সদর থানার ওসি হুমায়ুন কবীর আজ বুধবার (৪ ডিসেম্বর)। সকালে বলেন, ‘চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা একটি মাদক মামলায় বাবু শেখকে ৬ বছরের কারাদণ্ড দেন। এরপরও তিনি এলাকায় থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। হেরোইন উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।