সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় জানালেন সেনাপ্রধান

অনলাইন ডেক্স: বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ছিল বিএমএ-র ৮৭তম দীর্ঘমেয়াদি এবং ৫৯তম স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির উদযাপন।

সেনাপ্রধান নবীন অফিসারদের উদ্দেশে বলেন, শপথ গ্রহণের মাধ্যমে সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে।


কুচকাওয়াজে কৃতিত্বের স্বীকৃতি: জেনারেল ওয়াকার-উজ-জামান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। তিনি কৃতি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, যেখানে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাত ‘সোর্ড অব অনার’ এবং ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।


প্রশিক্ষণ সম্পন্ন ক্যাডেটদের কমিশন লাভ: দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স থেকে ২১৩ জন এবং ৫৯তম স্পেশাল কোর্স থেকে ১৪ জন অফিসার ক্যাডেট ও ৪ জন ট্রেইনি কর্মকর্তা কমিশন লাভ করেন। এর মধ্যে ২০৭ জন পুরুষ এবং ২৪ জন নারী অফিসার রয়েছেন।


অতিথিদের উপস্থিতি: অনুষ্ঠানে সেনাপ্রধান নবীন অফিসারদের বাবা-মা এবং অতিথিদের র‌্যাঙ্ক-ব্যাজ পরানোর সুযোগ দেন। এতে শ্রীলঙ্কার মিলিটারি একাডেমির কমান্ড্যান্টসহ দেশি-বিদেশি সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রশংসা ও ধন্যবাদ: সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ আয়োজনের জন্য একাডেমির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *