কিংস্টন টেস্টে বাংলাদেশের সাহসী পারফরম্যান্স, ২১১ রানের লিডে চাপে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেক্স: কিংস্টন টেস্টে তৃতীয় দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত সফল। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৬ রানে গুটিয়ে দিয়ে ১৮ রানের লিড নেয়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ও মিরাজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লিড আরও বাড়ায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা: দ্বিতীয় সেশনে ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে ১১০ রান। মিরাজ ও সাদমানের দারুণ ব্যাটিংয়ে লিড তখন পৌঁছে যায় ১২৮ রানে। তৃতীয় সেশনে বাংলাদেশ আরও ২১.৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে লিডে যোগ করে আরও ৮৩ রান।

দিনশেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩। লিড পৌঁছায় ২১১ রানে। ক্রিজে অপরাজিত থেকে দিন শেষ করেন জাকের আলী (২৯) এবং তাইজুল ইসলাম (৯)। ষষ্ঠ উইকেটে দুজন মিলে ৪৭ বলে গড়েন ২০ রানের অবিচ্ছিন্ন জুটি।

মুমিনুলের অসুস্থতা: অসুস্থতার কারণে মুমিনুল হক এদিন ব্যাট করতে নামেননি। তবে ড্রেসিংরুমে প্যাড পরে বসে থাকতে দেখা যায় তাঁকে। তাঁর অবস্থা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

বাংলাদেশের এই শক্ত অবস্থানের ফলে চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *