অনলাইন ডেক্স: ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করেন।
হাসনাত তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন:
“ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
সময়: রাত ৮টা
স্থান: রাজু ভাস্কর্য।”
হামলার পটভূমি: ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে এই হামলার পেছনে ছিল ভারতের ডানপন্থি সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’। সংগঠনটি চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে এই হামলা চালায়। হামলার সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা টেনে ছিঁড়ে ফেলা হয়।
বিক্ষোভের শুরু এবং সংঘাত: ভারতের আঞ্চলিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার সকালে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে সংগঠনটি। বিক্ষোভকারীরা সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে প্রবেশ করে।
প্রতিক্রিয়া ও তদন্ত: হামলার পর পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরান কুমা এবং পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধানকার ঘটনার তদন্তের নির্দেশ দেন।
বিক্ষোভকারীদের দাবি: বিক্ষোভ চলাকালে ছয় সদস্যের একটি দল সহকারী হাইকমিশনে স্মারকলিপি প্রদান করে। এক বিক্ষোভকারী বলেন, “চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তাকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না। এটি সম্পূর্ণ অবৈধ এবং মানবাধিকারের লঙ্ঘন।”
ঢাকায় প্রতিবাদ কর্মসূচি: আগরতলার হামলার প্রতিবাদে ঢাকার রাজু ভাস্কর্যে রাত ৮টায় বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। হাসনাত আবদুল্লাহর এই কর্মসূচি দেশের সচেতন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।