অনলাইন ডেক্স: ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ফেলে।
এ হামলার পেছনে রয়েছে ভারতের ডানপন্থি সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’। তারা অভিযোগ করেছে যে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনের বিক্ষোভকারীরা এই অভিযোগকে কেন্দ্র করে সহকারী হাইকমিশনে আক্রমণ চালায়।
ভারতের আঞ্চলিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২ ডিসেম্বর) সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। তবে বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে প্রবেশ করে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার (এসপি) ড. কিরান কুমা এবং পুলিশ প্রধান (ডিজিপি) অনুরাগ ধানকার দ্রুত তদন্তের নির্দেশ দেন।
বিক্ষোভ চলাকালে ছয় সদস্যের একটি দল হাইকমিশনে স্মারকলিপি জমা দেয়। বিক্ষোভকারীদের একজন অভিযোগ করেন যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। তাকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না, যা সম্পূর্ণ অন্যায় এবং অগ্রহণযোগ্য।
হামলার এ ঘটনায় কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।