সাভারে গাছ চুরি করে বিক্রি করার সময় গাছ সহ ট্রাক জব্দ ও একজন আটক

রোমান হোসেন, সাভার : ঢাকার সাভারে গাছ চুরি করে বিক্রি করার সময় গাছসহ ট্রাক জব্দ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ জন্য একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯নভেম্বর) সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় এঘটনা ঘটে।  স্থানীয়রা জানায়, সম্প্রতি গান্ধারিয়া এলাকায় সাভার থানা অসহায় পরিবার পূর্ণবাসন বহুমুখী সমবায় সমিতির লিজ কৃত জমি থেকে বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে বিক্রি ভাঙচুর.মারধর ও লুটপাটের অভিযোগে গনি, হাকিম, মনির, আলমগীর ,আব্দুল গফফার, দের বিরুদ্ধে ভুক্তভোগীরা আদালতে দুটি মামলা দায়ের করেন। পরে আজও জোরপূর্বক ভাবে কেটে রাখা গাছ ট্রাকে করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাছসহ ট্রাক আটক করে পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছসহ ট্রাক আটক করে। এসময় অভিযুক্ত সন্ত্রাসীরা দ্রুত   ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ এর জন্য একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা আরও জানান,অভিযুক্ত সন্ত্রাসীরা সেখানে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত তাদের গ্রেপ্তার করে দ্রত বিচারের আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। জব্দকৃত গাছের মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন একজনকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যারা জড়িত তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।