ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, আহত কমপক্ষে ১০ জন

পার্থ প্রতিম ভদ্র: ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ টি বাড়ি ভাঙচুর ও  কমপক্ষে ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ নভেম্বর) সকাল  ৮ টা থেকে সোয়া ৯ টা পর্যন্ত  ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের  খাপুরা গ্রামে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন খাপুরা গ্রামের সাধু মাতুব্বর ও অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের  মিরাজ সিকদার।   গত বুধবার (২৭ নভেম্বর)   সাধু মাতুব্বরের দলের একজনকে  পিটিয়ে আহত করে মিরাজ সিকদারের পক্ষের লোকজন।  এরপর থেকে এলাকায় উত্তেজনা চলছিলো। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭ টার দিকে দুই পক্ষের কয়েকশত লোক ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষ শুরু করে। এ সময় মিরাজ সিকদারের দলের চুন্নু সিকদার, নুরু শেখ ও ফরহাদ শেখের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ফরহাদ শেখের একটি মাইক্রোবাস ভাঙচুর হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছে। ৩ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোমান মিয়া (২৬), শিপন সিকদার (৩০)। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন  বিপ্লব ফকির (৩০) ও নুর ইসলাম (৪৫)। কিছু আহত ব্যক্তি স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।