দেশবাসী স্বৈরাচার বিদায় করেছে…. এবার দেশ গড়ার পালা… তারেক রহমান

প্রতিনিধি:লালমনিরহাট :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। তবে দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে। এবার দেশ গড়ার পালা। কিন্তু দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। এজন্য আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘সামনের দিকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির এই নেতা তার বক্তব্যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে জোর দেয়ার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘লেখাপড়া করে মেধার ভিত্তিতে যেমন ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট হতে হবে তেমনই পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পী তৈরি করতে হবে। কারণ একজন পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পীও তার পেশার মাধ্যমে পরিবারকে সাহায্য করতে পারেন।’

ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ ও ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনুষ্ঠানে বক্তব্য দেন।

আগামী দিনে পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এর পাশপাশি ভাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী তৈরির কাজ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্য থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করবো। বাইরের দেশের খেলোয়াড়ের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। সবকিছু হবে সরকারিভাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার বলেন, ‘জনগণের ভোটে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা সুখী-সমৃদ্ধ দেশ গড়ার জন্য প্রয়োজনীয় সব কাজের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দেব। মেধাবী ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট বানানোর পাশাপাশি ভালো রাজনীতিবিদ, ভালো খেলোয়াড় ও শিল্পী তৈরির চেষ্টা করবো।

‘যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী, তার মেধাকে মূল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *