যানজট…. বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্তদের সড়কে নামানোর চিন্তা….

ডেস্ক রিপোর্ট :স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আমরা ছাত্রদের কাজে লাগিয়েছি। একইভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যদের যারা ট্রাফিকে কাজ করেছেন তাদের নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের চিন্তা-ভাবনা করা হয়েছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে।রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সেনা, নৌ, বিমান বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী থেকে অবসরে যাওয়া সদস্যদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠনের পরিকল্পনা করছে সরকার।

রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আমরা ছাত্রদের কাজে লাগিয়েছি। একইভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যদের যারা ট্রাফিকে কাজ করেছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিংয়ের চিন্তা-ভাবনা করা হয়েছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে।এই পরিকল্পনার কারণ নিয়ে করা প্রশ্নে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘শহরে ২৫ শতাংশ রাস্তা থাকার কথা। কিন্তু আমাদের আছে সাড়ে ৭ শতাংশ। এদিকে সড়কে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। এই রাস্তাগুলো এত গাড়ি নিতে পারছে না। আর কমিউনিটি পুলিশিং আগেও কাজ করেছে। সেগুলো আবার নতুন আকারে নিয়ে আসার চেষ্টা করছি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা চাইলেও এখনই শুরু করা সম্ভব নয়। এর জন্য নিয়োগ প্রক্রিয়া আছে। তবে তাড়াতাড়িই এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।’

আইন-শৃঙ্খলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে বলে আমরা আশাবাদী। আওয়ামী লীগ কিংবা যে কেউ কোনো ধরনের অরাজকতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *