ভূয়া দলিল বানিয়ে জমি আত্মসাৎ এর অভিযোগে দুই প্রতারক গ্রেফতার….

স্টাফ রিপোর্টার : ভূয়া দলিল বানিয়ে জমি আত্মসাৎ এর অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে গাজীপুর ১ম সিনিয়র সহকারী জজ আদালত। গ্রেফতারকৃতরা হলেন, নেপাল চক্রবর্তী ও সুমন। ঘটনাটি ঘটে গতকাল বিকালে। এঘটনায় আদালত প্রাঙ্গণে আলোচনার ঝর বইছে।

মামলা সুত্রে জানা যায়, টঙ্গী অধীন সাবেক ১৭৪ হালে ১১২ নং মৌজা পূবাইল বিন্দান এস এ খতিয়ান ১৩১ ও আর এস খতিয়ান ১৯২। এই খতিয়ানের ৯ টি দাগে ৯৪০ শতাংশ জমির ভূয়া দলিল বানিয়ে জমি আত্মসাৎ এর পায়তারা করে আসছেন নেপাল চক্রবর্তী।

এঘটনায় ক্রয়সুত্রে জমির প্রকৃত মালিক বাছির উদ্দিন বাদী হয়ে নেপাল চক্রবর্তীর বিরুদ্ধে গাজীপুর ১ম সিনিয়র সহকারী জজ আদালত একটি মামলা দায়ের করেন। যার নং-১২১৬/২১।

পরে আজ বুধবার বিকালে আদালত দুই পক্ষের শুনানি শেষে বিবাদী নেপাল চক্রবর্তী ভূয়া প্রমানিত হওয়ায় আদালত নেপাল চক্রবর্তী ও তারসহযোগী সুমনকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।