মনোহরদীতে (ইউএনও) র বিদায় সংবর্ধনা…

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা:  নরসিংদী  জেলার মনোহরদী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবা খান এর  বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (২০ নভেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সম্পত্তি কর্মকর্তা হিসেবে  পদোন্নতি পেয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার  (১৭  নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র  সহকারী সচিব  মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হাছিবা খান এর পদোন্নতির বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানান । 

 ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তিনি মনোহরদী  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে  যোগদান করেন। এর আগে তিনি শরীয়তপুরের  ডামুড্যায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  হাছিবা খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজ করার বড় সুযোগ। তবে  মনোহরদীতে  দায়িত্বকালীন সময়ে সব শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে মনোহরদী  বাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। বিদায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার গণ সহ কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক  ও গণ্যমান্যব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।