নির্বাচনি সংস্কার নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা : … আবদুল মঈন খানের

 ইউএনবি :আবদুল মঈন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনি সংস্কার সম্পন্ন করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। সংস্কারের পর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানকে ‘অযৌক্তিক’ বলে সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

রাজধানীতে মঙ্গলবার এক কর্মশালার উদ্বোধনকালে এ সমালোচনা করেন তিনি।

আবদুল মঈন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনি সংস্কার সম্পন্ন করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবে। কেউ এর বিরোধিতা করছে না, তবে সমস্যা হচ্ছে, আজ আমি যে সংস্কার বাস্তবায়ন করছি, তা আগামীকাল পুনর্বিবেচনা করার প্রয়োজন হতে পারে।’

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের রূপরেখা নিয়ে এ কর্মশালার আয়োজন করে বিএনপি।

বিএনপির বর্ষীয়ান এ রাজনীতিক বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা সত্যিকার অর্থে কখনও শেষ হয় না।’

তিনি বলেন, ‘এটা বলা অযৌক্তিক যে, আমরা সংস্কার সম্পন্ন করব এবং তারপর নির্বাচন দেব, দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে তুলে দেব। সংস্কার চলছে, এই যুক্তি মেনে নেয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *