ট্রাম্পের মনোনীতরা পরিবর্তন আনবেন : রিপাবলিকান নেতা…..

ডেস্ক রিপোর্ট : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য এমন ব্যক্তিদের মনোনীত করছেন যারা বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে পারবেন। রবিবার (১৭ নভেম্বর) দেশটির সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির হাউজ স্পিকার মাইক জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

তিনি বলেছেন, মনোনীত ব্যক্তিরা প্রচলিত নিয়মকে নাড়িয়ে দেবেন। আমি মনে করি পরিকল্পিতভাবেই তাদের মনোনীত করা হয়েছে।

ট্রাম্প তার প্রশাসনের শীর্ষস্থানীয় পদগুলোতে মনোনয়নের ক্ষেত্রে অভিজ্ঞতার বদলে ঘনিষ্ঠতাকে অগ্রাধিকার দিচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে মন্তব্য করা হচ্ছে। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পদে পিট হেগসেথ, অ্যাটর্নি জেনারেল পদে ম্যাট গায়েটজ ও স্বাস্থ্যমন্ত্রী পদের রবার্ট এফ কেনেডি জুনিয়রের মনোনয়ন নিয়ে বিতর্ক চলছে।

হেগসেথের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন। গায়েটজ একটি কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর ভ্যাকসিন বিরোধী মন্তব্যের জন্য যথেষ্ট সমালোচিত হয়েছেন জেনেডি জুনিয়র।

এসব বিতর্কিত মনোনয়ন নিয়ে মুখ খুলেছেন ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। রবিবার ফক্স নিউজে তিনি বলেছেন, আমরা জানি কে ভালো আর কে খারাপ। আমার বাবা তাদের সঙ্গেই কাজ করতে চান যারা দক্ষ, বিশ্বস্ত ও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে।

ট্রাম্পের সর্বশেষ মনোনীতদের একজন হলেন তেল ব্যবসায়ী ক্রিস রাইট। তাকে জ্বালানিমন্ত্রী পদের চাচ্ছেন ট্রাম্প। জলবায়ু পরিবর্তনে সন্দেহবাদীদের একজন রাইট। তিনি একবার বলেছিলেন, যতক্ষণ নিরাপদ, নির্ভরযোগ্য, সাশ্রয়ী জ্বালানি পাওয়া যাচ্ছে, এর উৎস গুরুত্বপূর্ণ নয়।

ট্রাম্প জুনিয়র স্বীকার করেছেন, মনোনীত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বিতর্ক রয়েছে। ফলে তাদের নিয়োগ প্রক্রিয়া সিনেটে সমস্যার সম্মুখীন হতে পারে। তবে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রিপাবলিকানদের বিকল্প পরিকল্পনা আছে দাবি করে তিনি বলেছেন, প্রথমে সবচেয়ে যোগ্য প্রার্থীদের মনোনীত করা হয়েছে। তারা যেকোনও মূল্যে প্রতিশ্রুতি পূরণের যোগ্যতা রাখেন বলেই তাদের বিরুদ্ধে অনেক বিতর্ক রয়েছে।

সিনেটের অনুমোদন ছাড়া ট্রাম্প প্রশাসনে মনোনীতদের নিয়োগ সম্পন্ন করা সম্ভব নয়। তাই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে ট্রাম্প শিবির আত্মবিশ্বাসী যে তারা এমন ব্যক্তিদের নিয়োগ দেবে, যারা ফলপ্রসূ কাজ করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *